Skip to main content

Posts

Showing posts from January, 2013

এক যে রানি | Once Upon a time there was a Queen....

এক যে রানি বহু কাল পূর্বে গৌড়বঙ্গে দোর্দণ্ডপ্রতাপ সম্রাজ্ঞী ছিলেন। তাঁর এক সভার বিবরণ। প্রাচীন পালি থেকে অনুবাদ করতে কিঞ্চিৎ গুলিয়ে গেছে। চন্দ্রিল ভট্টাচার্য মোসায়েব১:  হুররে রানিমা, হুররে! বইমেলাকে আরও চার দিন বাড়িয়ে দিলেন! তেরপল-ওলা আর সিড়িঙ্গে কবিরা ধন্য ধন্য লাগিয়ে দিয়েছে। মোসা২:  কী আবিষ্কার! কলম্বাসের বাবা! বইমেলাকে চার দিন, দুগ্গাপুজোকে ১৮ দিন, ভাইফোঁটাকে ১৪৩ দিন বাড়িয়ে দিলেই রাজ্যে আর নিরানন্দ বলে কিস্যু থাকে না! বোকা:  ঠিক ‘চার’ দিন বাড়ালেন কেন? পাঁচ কেন নয়? সভাকবি:  আরে গাধা, চারে বেদ! চারে চার্চিল! চারে চার্লি চ্যাপলিন! আর, কালচার-এর ন্যাজেই তো চার! মহারানি:  বাহবা! এই একে এ বছর একটা বিভূষণ-টিভুষণ কিছু দিয়ো তো! দূত:  ম্যাম, ম্যাম, তাজা খবর এল: পার্ক স্ট্রিটে ধর্ষণ, বারাসতে গণধর্ষণ, সামতাবেড়েয় ধর্ষণ, মধ্যমগ্রামে গণধর্ষণ, নিশ্চিন্দিপুরে ধর্ষণ— রানি:  বলিস কী? এক দিনে এতগুলো সাজানো ঘটনা! সংস্কৃনারী:  দিদিমুনি, এরা কিস্যু বোঝে না, মধ্যমগ্রাম আর পার্ক স্ট্রিটের প্রেক্ষিত আলাদা, বারাসত আর সামতাবেড়ের প্রেক্ষিত আলাদা, প্রেক্ষিত আর মধ্যমের গ্রাম আলাদা... জঙ্গিনার

Installing PHPUnit+PEAR in Ubuntu 12.10 and Overcoming the "PHP_CodeCoverage_Filter::getInstance" Fatal Error

PHP was one of the very first languages I learnt on my way to the world of web dev/design and it still is a very strong tool in my Swiss Army Knife for any web based projects. In recent times however with the advent of various frameworks I started to realize finally my days of painstaking coding is over and I now can finally work on my small-medium sized applications with minimal effort needed for testing.......how wrong I was. When introduced to the world of testing I started to realize how inefficient and poor my coding standards were also how terrible they were in terms of maintenance. Also the flaws I started to find in my old projects urged me to unit-test my newer ventures. And I found the gem called PHPUnit There are three ways of installing it in your dev box (Assuming Ubuntu) Install Through PEAR Install Through Composer Install using standalone PHAR file And as a loyal user of PEAR I straight went to PEAR and just typed the following command which is su